ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বরিশালে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

বরিশাল: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (১৩ নভেম্বর)সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান বক্তারা।

 

বেতন ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে পৌর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালনের পাশাপাশি নিজ নিজ পৌরসভা কম্পাউন্ডে অবস্থান  কর্মসূচি পালন করে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সুপন বলেন, ১ দফা দাবিতে বরিশাল বিভাগের ২৬ পৌরসভা কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ কর্মসূচি পালন করেছে।  

এদিকে দাবি না মানা পর্যন্ত পর্যায়ক্রমে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বাংলা‌দেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।