ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক লাবলু ও আবুলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সাংবাদিক লাবলু ও আবুলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল সাংবাদিক লাবলু ও আবুলের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ঢাকা: বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) উদ্যোগে সাংবাদিক আখতারুজ্জামান লাবলু ও আবুল হোসেনের শারীরিক সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়েছে।

বরিবার (১৩ নভেম্বর) বাদ আছর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশে সংগঠনের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল প্ররিচালনা করেন , ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল-২ এর সামনের নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ শফিউল্লাহ, ও মোয়াজ্জেম লোকমান হোসেন।

 

উপস্থিত ছিলেন- বিএমআরএ'র সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিমসহ সংগঠনের নেতা, সাংবাদিক ও বিভিন্ন অতিথিরা।

এ সময় অসুস্থ দুই সাংবাদিকের দ্রুত শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন
** সাংবাদিক লাবলুকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী 
** হাসপাতালে সাংবাদিক লাবলুর পাশে স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।