ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নোয়াখালীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি নোয়াখালীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নোয়াখালী: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ও পেনশন প্রথা চালুর দাবিতে নোয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী পৌরসভাসহ জেলার সব পৌরসভায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মসূচি চলাকালীন নায্য দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার সহ সভাপতি ও নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বডুয়া, সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোতুর্জা, দপ্তর সম্পাদক আবদুল হালিম প্রমুখ।

কর্মবিরতি পালনকালে পৌরসভার প্রধান ফটকসহ সবগুলো দপ্তরে তালা ঝুলতে দেখা যায়। এসময় পৌর সুবিধা নিতে আসা নাগরিকরা দুর্ভোগের শিকার হন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।