ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে বন্যা সহিঞ্চু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নালিতাবাড়ীতে বন্যা সহিঞ্চু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত নালিতাবাড়ীতে বন্যা সহিঞ্চু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যা সহিঞ্চু আমন ধানের জাত বিনা ধান-১১ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গারোপাড়া গ্রামে কৃষক প্রফুল্ল রিচিলের জামিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচলক ড. আমজাদ হোসেন।

এসময় বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম, জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী ড. মির্জা মোহাম্মদ মোফাজ্জল ইসলাম, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সামিউল হক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে বক্তারা জানান, উৎপাদিত বিনা ধান-১১ জাতের আমন ধান ২০ থেকে ২৫ দিন পর্যন্ত বন্যার পানি অথবা জলমগ্নতায় থাকলেও ফলনের কোনো ক্ষতি হবে না। এছাড়া এ ধান ১২০ দিনে কাটার যোগ্য হয় এবং একরে ফলন হয় ৫০ মণ। এদিন নালিতাবাড়ির রসাইতলা গারোপাড়া গ্রামের কৃষক প্রফুল্ল রিচিলের ১ একর জমির বিনা ধান-১১ শস্যকর্তন করে একরে ৪৪ মণ ফলন পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।