ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের শেরশাহ্ বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আকরাম হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আকরাম শহরের নিমনগর শেখপুরা শেখ জাহাঙ্গীর গোরস্থান এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, আটক আকরাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।