ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বান্দরবান: সরকারি কোষাগার থেকে পেনশন, বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেছেন।
 
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বান্দরবান পৌরসভা শাখার সভাপতি মংসুই খই মার্মার সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা, প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, কর নির্ধারক অংসাহ্লা, কর আদায়কারী কৃষ্ণ কান্তি দাশ প্রমুখ।

এছাড়াও পৌরসভার প্রায় অর্ধ শতাধিক কর্মচারী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।

বক্তারা বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীরা নাগরিক জীবনের সব ক্ষেত্রে নাগরিকদের সেবা দিলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যথাসময়ে পৌরসভায় বেতন-ভাতা না পেয়ে পৌর কর্মকর্তা-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। সারাদেশের ৩২৭টি পৌরসভার বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা ও পেনশন পাচ্ছেন না। অবসরে গিয়েও অনেক কর্মচারী অর্ধাহারে ও চিকিৎসা সেবা না পেয়ে কষ্টে দিনযাপন করছে।

পূর্ণ দিবস কর্মবিরতির পরও যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ে আগামীতে আরো কঠোর পদক্ষেপ দেয়া হবে বলে জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।