ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সৈয়দপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সৈয়দপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আইনশৃংখলা কমিটি এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে।

সোমবার সকালে (১৩ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজ উদ্দিন, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।