ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

১০ বছরে ২৬ দ্বীপে জেগেছে দেড় লাখ একর ভূমি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
১০ বছরে ২৬ দ্বীপে জেগেছে দেড় লাখ একর ভূমি 

সংসদ ভবন থেকে: বিগত ১০ বছরে বাংলাদেশের জলসীমায় মোট ২৬টি দ্বীপ জেগে উঠেছে। আর এসব দ্বীপে মোট ভূমি জেগেছে ১ লাখ  ২৫ হাজার ৩শ ৭০ একর বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম পিনু খানের  লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  

মন্ত্রী জানান, বিগত ১০ বছরে বঙ্গোপসাগর তথা নোয়াখালী জেলার জলসীমায় পাঁচটি দ্বীপ জেগে উঠেছে।

দ্বীপগুলো হলো- হাতিয়ার ভাসানচর, স্বর্ণদ্বীপ, চরকবির, চরবন্দনা এবং সুবর্ণচরের রজনীগন্ধা।  চরগুলোতে মোট ৭৫ হাজার ৮৭৪ একর জমি জেগে উঠেছে। এছাড়া চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলায় জেগে উঠেছে দুটি দ্বীপ। এগুলো হলো ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যোর চর। এতে আনুমানিক ১৮ হাজার ৯১২ দশমিক ৯০ একর জমি জেগে উঠেছে।
 
মন্ত্রী জানান, কক্সবাজার জেলার জলসীমায় ১৯টি দ্বীপ জেগে ওঠেছে।  চরগুলোতে মোট ৩০ হাজার ৫৮৩ একর খাস জমি রয়েছে। এগুলো হলো- কক্সবাজারের বাঁকখালী খরাট চর, উখিয়ার জালিয়াপালং চরপাড়া, টেকনাফের জিনজিরাদ্বীপ, মধ্যহ্নীলা, উত্তর হ্নীলা, শাহপরীর দ্বীপ। মহেশখালীর মাতারবাড়ি  মৌজা, ধলঘাটা, হাঁসের চর, কালারমারছড়া, উত্তরনলবিলা, আমাবশ্যাখালী, কুতুবজোম, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, সোনারদিয়ার উত্তরে ঘাটিভাঙা মৌজা এবং হামিদরদিয়া, কুতুবদিয়ায় কৈয়ারবিল, বড়ঘোপ ও নতুন ঘোনা, পেকুয়ার করিয়ারদিয়া এবং দুবাইঘোনা। এসব দ্বীপ এখনো জনশূন্য এবং দ্বীপগুলো সেনাবাহিনীর হাতে ন্যাস্ত করা হয়েছে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সাময়িকভাবে বসবাসের জন্য এসব দ্বীপে সেনাবাহিনী জরিপ চালাচ্ছে।
 
***হোল্ডিং ট্যাক্স বাড়ানো নিয়ে সংসদে ক্ষোভ
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।