ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ফুলবাড়িয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা ফুলবাড়িয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ ফার্মেসিকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিরা তরফদার।

পরে সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেড লাইসেন্স না থাকা, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ তুসকা সিরাপ রাখাসহ বিভিন্ন অপরাধে উপজেলা সদরের সোহেল মেডিসিন পয়েন্টকে ৪০ হাজার, নাহার মেডিকেল হলকে ৪০ হাজার, এএস ফার্মেসিকে ২৫ হাজার, বারী মেডিকেল হলকে ২০ হাজার ও সোহবার মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় প্রায় এক লাখ টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।