ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ভৈরবে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে চলাচল করা দূরপাল্লার ভারী যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ অপসারণের কাজ চালানো হয়।  

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বাংলানিউজকে জানান, উচ্চ আদালতের নির্দেশের পর এ ব্যাপারে নির্দেশনা পেয়ে হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ বেগবান করা হয়েছে।

 

তিনি আরো বলেন, এ মহাসড়কে চলাচল করা উভয়পাশের গাড়ি থামিয়ে হর্ন চেক করা হচ্ছে। হাইড্রোলিক হর্ন পাওয়া গেলে তা অপসারণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা প্রতিদিন প্রায় ৩০-৪০টি হাইড্রোলিক হর্ন অপসারণ করছেন।

যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের কাজ করায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনে চলাচলকারী জনসাধারণসহ আশেপাশের লোকজন শব্দ দূষণ থেকে মুক্তি পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।