ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১৩ কোটি টাকার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ভোলায় ১৩ কোটি টাকার জাল জব্দ ভোলায় ১৩ কোটি টাকার জাল জব্দ

ভোলা: ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিনে পৃথক দুটি অভিযানে ১৩ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭৪ লাখ মিটার কারেন্ট জাল ও সাড়ে ৪ লাখ টাকা মূল্যের বেহুন্দি জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যানেন্ট কমান্ডার রেদোয়ান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টিম বোরহানউদ্দিন ও চরফ্যাশনের গোডাউনে পৃথক দুটি অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।