ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
কিশোরগঞ্জে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন-ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৯ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে জেলা শহরের বিয়াম স্কুল মাঠে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ সাংস্কৃতিক মঞ্চ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মো. আক্তার জামীল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মো. জিয়াউর রহমান।

আলোচনা সভা শেষে জেলার বিশিষ্ট শিল্পীরা হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন গান পরিবেশন করেন। এ সময় সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।