ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার দশমাইল এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- সদর উপজেলার বড়ইল নয়াবাজার এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন রায় (২০) ও একই এলাকার মাহমুদ আলীর ছেলে নাসিম আলী (২২)।

আহত ব্যক্তিও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র রায় (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির  পরিদর্শক আব্দুল মালেক বাংলানিউজকে জানান, রাতে বীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ওই তিনজন সদরের বাড়ি ফিরছিলেন। দশমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। আহত হন তাদের সহযাত্রী।  

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।