ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় সাড়ে ৩’শ প্যাকেট নকল সিগারেট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
শৈলকুপায় সাড়ে ৩’শ প্যাকেট নকল সিগারেট জব্দ সাড়ে ৩শ’ প্যাকেট নকল সিগারেট জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা শহরের মা ও শিশু হাসপাতালে পাশের একটি গোডাউন থেকে সাড়ে ৩শ’ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৩ নভেম্বর) রাতে ওই এলাকার সমর নামের এক ব্যক্তির গোডাউন থেকে এ সিগারেট জব্দ করা হয়।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক দাউদ হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা টোব্যাকোর শেখ ব্র্যান্ডের অনুরূপ নামে সিগারেট বিক্রি করা আসছিলেন সমর নামে ওই ব্যবসায়ী।

এই সংক্রান্ত একটি অভিযোগ ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়ের করে ঢাকা টোব্যাকো কোম্পানি।  

এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমান, শামসুজ্জোহা, আবুল খায়ের, উপ-পরিদর্শক (এসআই) মখলেছুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ, সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে সমরের গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ প্যাকেট সিগারেট জব্দ করেন।  

সমর দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণা ও অসাধু ব্যবসা করে আসছিলেন বলে জানান দাউদ হোসেন।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।