ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
যশোরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

যশোর: যশোরে দু’দল ডাকাতের 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় (৪০) এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার যশোর-মাগুরা সড়কের নোঙ্গরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই এলাকায় দু’দল ডাকাতের 'বন্দুকযুদ্ধ' চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ৫টি ধারালো রামদা, একটি চাইনিজ কুড়াল, রশি ও ৭-৮ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি আজমল হুদা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।