ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে রেলক্রসিং এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে দুর্ঘটনা ঘটলেও সকাল ৮টার দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) ওসমান গণি বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ শনাক্ত না হলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।