ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে মাদকসহ ৪ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
লালমনিরহাটে মাদকসহ ৪ বিক্রেতা আটক মাদকসহ আটক বিক্রেতারা

লালমনিরহাট: লালমনিরহাটে পৃথক অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন ও ১৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দিনগত গভীর রাতে  লালমনিরহাট পৌরসভার স্টেডিয়ামপাড়া ও সেনামৈত্রী হকার্স মার্কেট থেকে তাদের আটক করা হয়।

আটক বিক্রেতারা হলেন-লালমনিরহাট শহরের শেখ রাসেল শিশুপার্ক এলাকার আকমল হোসেনের ছেলে মতিয়ার রহমান মিঠু (২৬) স্টেডিয়ামপাড়া এলাকার সুবল চন্দ্রের ছেলে রিমন বর্মন (২১), একই এলাকার মৃত জয়নাথ রায়ের ছেলে ভুবেন চন্দ্র রায় (৩০) ও ডা. মৃত যোগেশ রায়ের ছেলে রিপন রায় (৩৫)।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ সেনামৈত্রী হকার্স মার্কেট এলাকা থেকে ১৫০ পুরিয়া হেরোইনসহ মতিয়ার রহমান মিঠু ও রিমন বর্মন নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে।

অপর একটি অভিযানে সদর থানা পুলিশ স্টেডিয়ামপাড়া থেকে ১৫২ পিস ইয়াবাসহ ভুপেন চন্দ্র ও রিপন রায়কে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।