ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে স্ত্রী-কন্যাকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
নরসিংদীতে স্ত্রী-কন্যাকে শ্বাসরোধে হত্যা নরসিংদীতে স্ত্রী-কন্যাকে শ্বাসরোধে হত্যা

নরসিংদী: নরসিংদীতে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন কবির হোসেন নামে এক ব্যক্তি। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের ঘোড়াদিয়া বণিক পাড়ার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহতরা হলেন-জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের কবির হোসেনের স্ত্রী হাফেজা বেগম (৩৫) ও তাদের মেয়ে সাদিয়া বেগম (৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফেজা বেগম অন্ধ। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির  রিকশা চালান। কবির মাদকাসক্ত হওয়ায় টাকার জন্য হাফেজার প্রায়ই নির্যাতন করতেন। মঙ্গলবার সকাল থেকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য ভাড়াটিয়া রাশিদা ও মিনারা বেগমের সন্দেহ হয়। পরে তারা ঘরের ভেতর ঢুকে দেখে মেঝেতে হাফেজার ও বিছানায় সাদিয়ার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় জানান, নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ কবিরকে গ্রেফতারের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।