ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৩ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বরগুনায় ৩ ছিনতাইকারী আটক

বরগুনা: বরগুনায় ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ছিনতাইকারীরা বরগুনা সদর উপজেলার ৮নম্বর ইউনিয়নের কালিরতবক গ্রামের বাসিন্দা শহীদের ছেলে অলি।

একই ইউনিয়নের বাসিন্দা এসহাকের ছেলে সালাউদ্দিন ও মোশারফ হোসেনের ছেলে সুমন।

ছিনতাইয়ের শিকার ফয়সাল জানান, রোডপাড়ার বাড়ি থেকে মাহিন্দ্রাতে করে বরগুনা সরকারি কলেজের সামনে নামেন তিনি। কিছুক্ষণের মধ্যেই চার যুবক তাকে কলেজের আড়ালে ডেকে নিয়ে যান। সেখানে নেয়ার পরই শুরু করে মারধর। ছিনিয়ে নেয় টাকা ও মোবাইল। এসময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ফয়সালকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীদের মধ্যে তিনজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যান।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, অলি, সালাউদ্দিন ও সুমন নামের তিন ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।