ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিপসট’র যুদ্ধকালীন মহড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
গাজীপুরে বিপসট’র যুদ্ধকালীন মহড়া গাজীপুরে বিপসট’র যুদ্ধকালীন মহড়া, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট’র (বিপসট) যুদ্ধকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের ছয়টি দেশে চলছে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম। এর উপর ভিত্তি করে মঙ্গলবার (১৪ নভেম্বর) এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা সোয়েমারনোসহ দেশ-বিদেশের উচ্চপদস্থ সামারিক ও বেসামারিক বাহিনীর কর্মকর্তারা।

মহড়া শুরু আগে স্বাগত বক্তব্য রাখেন বিপসট’র কমান্ডেন্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ।

এতে সেনা সদস্যসহ সহস্রাধিক বিভিন্ন বয়সের বেসামরিক নারী-পুরুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।