ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষার্থীসহ ৭ জনকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষার্থীসহ ৭ জনকে পিটিয়ে আহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে জেএসসি পরিক্ষার্থীসহ ৭ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তিতুদহ গ্রামে এ ঘটনা ঘটে।  

গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে তার শিক্ষার্থীরা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃষি শিক্ষা পরীক্ষা শেষে গিরিশনগরে ফিরছিলো।

এসময় পথিমধ্যে তিতুদহ গ্রামের লোকজন শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মূলত এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৬ শিক্ষার্থী ও ১ শিক্ষক আহত হয়েছেন।

এ ব্যাপারে জাহাঙ্গির নামে এক অভিভাবক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।