মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার তিতুদহ গ্রামে এ ঘটনা ঘটে।
গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে তার শিক্ষার্থীরা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃষি শিক্ষা পরীক্ষা শেষে গিরিশনগরে ফিরছিলো।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মূলত এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৬ শিক্ষার্থী ও ১ শিক্ষক আহত হয়েছেন।
এ ব্যাপারে জাহাঙ্গির নামে এক অভিভাবক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ