মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জীবননগর থানায় মামলার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
আসামিরা হলেন-জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের বাকা হুজুরের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সনে মণ্ডলের ছেলে জিয়ারুল (৫৫), আব্দুল বারীর ছেলে বাশার (৩৪), মানিকপুর গ্রামের হোসেন দপ্তরীর ছেলে ঠাণ্ডু (৫৫) ও গফুরের ছেলে শরিফ (২৫)।
জানা গেছে, নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাত করে জীবননগর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম জানান, এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গত রোববার (১২ নভেম্বর) বিকেলে রাজাপুর সীমান্তের ভারতীয় অংশে কবিরকে হত্যা করে ফেলে রেখে দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরআর