মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগাড়ছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতিরি সহ সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ