ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ১১ হাজার ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গৌরনদীতে ১১ হাজার ইয়াবাসহ যুবক আটক

বরিশাল: বরিশালের গৌরনদীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটক সালমান হোসেন ইমরান (২৫) বরিশাল নগরের ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকার মতিয়ার রহমান হাওলাদারের ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া নামক স্থানে হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় লাল রংয়ের পালসার ব্রান্ডের মোটরসাইকেলসহ ইয়াবাবহনকারী সালমান হোসেন ইমরানকে গতিরোধ করা হয়।

পরে ইমরানের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলযোগে সে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো।  

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলা‌দেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।