সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও তাদের নেই কোনো বিশ্রামস্থল। কখনো ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর, কখনো ফুটপাতে আবার কখনো গাছতলায় শুয়ে-বসে সময় পার করতে হয়।
শ্রমিকরা বলছেন, সবাই কথা দেয়, কিন্তু কথা রাখে না কেউ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে বন্দরে তাদের কাজ করতে হচ্ছে।
আর সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের বৈধ দাবিগুলোর বাস্তবায়ন যাতে হয়, সেজন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলবেন।
জানা যায়, দেশের সর্ববৃহৎ এই বেনাপোল বন্দরের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরের গুরুত্ব দুই দেশের ব্যবসায়ীদের কাছে অপরিসীম।
প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩শ থেকে ৪শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে। আর বাংলাদেশি উৎপাদিত পণ্যের রফতানি ২শ থেকে ২৫০ ট্রাক। এখানে পণ্যের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১৪৯ জন আনসার সদস্য ও পিমা বেসরকারী সংস্থ্যার ৭১ সদস্য। রাজস্ব আদায় ও পণ্য ছাড় করানোর কাজে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী রয়েছে প্রায় ৫ শতাধিক।
এছাড়া বন্দর থেকে আমদানি পণ্য ছাড় করানোর কাজ করছে ৭৫০টি সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধিরা। রয়েছে সমান সংখ্যক ট্রান্সপোর্ট এজেন্সিও। আরো রয়েছে ব্যাংক,বিমাসহ বিভিন্ন সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান।
এপথে আমদানি হওয়া পণ্য খালাস করার কাজে প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজ করছে। সবকিছু মিলিয়ে এই বন্দরে এসব প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান। আর লাখো মানুষের জীবন-জীবিকাও এ বন্দরের ওপরই নির্ভরশীল। প্রতিবছর সরকার এ বন্দরের আমদানি পণ্য থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করছে।
এদিকে এসব প্রতিষ্ঠানে বাণিজ্যের সাথে জড়িত অন্য সবারই ভাগ্য পরিবর্তন হলেও যারা জীবন বাজি রেখে সরকারের এই রাজস্ব আদায়ে দিন-রাত হাড় ভাঙা খাটুনি খাটছে, সেই সেই শ্রমিকদের ভাগ্যের সামান্যতম উন্নয়নও হয়নি। এমন কি ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য যেসব সরঞ্জাম দরকার হয়, সেগুলোও তাদের সরবরাহ করা হয় না। ফলে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় আক্রান্ত হয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে অনেক শ্রমিক। অনেকে আবার আহত ও পঙ্গু হয়ে সমাজ ও পরিবারের বোঝা হয়ে পড়ছে।
৮৯১ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জানে আলম ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, বন্দরে এসিডসহ ঝুঁকিপূর্ণ পণ্য খালাসে প্রয়োজনীয় সরঞ্জামও তাদের সরবরাহ করা হয় না। কিছুদিন আগে তাদের একজন শ্রমিক বন্দরে এসিডের ড্রাম নামাতে গিয়ে দুর্ঘটনায় শরীর ঝলসে মারা যায়।
এছাড়া অনেক শ্রমিক আছে যারা কাজ করতে গিয়ে আহতিও পঙ্গু হয়ে পড়ে আছে। শ্রমিকরাই কেবল তাদের খোঁজ খবর নেয়। কিন্তু যাদের জন্য এসব শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সেই বন্দর কর্তৃপক্ষ অথবা ঠিকাদারের লোকজন তাদের দিকে ফিরেও তাকায় না। দাবি পুরণে মন্ত্রী-এমপিরা বারবার অনেক গালভরা আশ্বাস দিয়েছেন। কিন্তু সবই ছিল ফাঁকা বুলি। আজ পর্যন্ত কোনো আশ্বাসই বাস্তবায়ন করা হয়নি।
বন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, শ্রমিকদের বিশ্রামের জন্য বন্দর অভ্যন্তরে রেস্ট হাউজ, খাওয়ার পানির ব্যবস্থা ও দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি দীর্ঘ দিনের। কিন্তু কোনোটাই পূরণ হয়নি।
বেনাপোল স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সিনিয়ার সহ-সভাপতি মনির মজুমদার বলেন,আজ শ্রমিকরা পরিশ্রম করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
বেনাপোল বন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান সিস লজিস্টিক্যাল সিসটেমের ম্যানেজার হাফিজুর রহমান জানান, শ্রমিকদের এসব দাবির বিষয়ে তিনি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক(ট্রাফিক) আমিনুল ইসলাম বুধবার(১৫ নভেম্বর) সকালে বাংলানিউজকে বলেন, আহত শ্রমিকদের অনুদান দেওয়ার কোনো নিয়ম বন্দরে নাই। তার পরেও তারা কিছু কিছু খোঁজ খবর নেন। তাদের দাবিগুলো যেহেতু মানবিক তাই এগুলো যাতে বাস্তবায়ন করা হয় সে বিষয়ে তিনি ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।
বাংলাদেশ সময়:১১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এজেডএইচ/জেএম