ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

থানচিতে কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
থানচিতে কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন থানচিতে কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বান্দরবান: বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কলেজের ভিত্তিপ্রস্তর এবং ৯৫ লাখ টাকা ব্যয়ে থানচি থেকে ছান্দাক পাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বলিপাড়া-৫৭ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাবিবুল করিম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যসাপ্রু মার্মা, ফিলিপ ত্রিপুরা, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা প্রমুখ।

পরে স্থানীয় বাজারে শ্রমিকলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
 
শুক্রবার (১৭ নভেম্বর) দুর্গম রেমক্রি ইউনিয়নে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনসহ জনসভায় যোগদানের কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।