ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মলম পার্টির খপ্পরে দুই বাসযাত্রী, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মলম পার্টির খপ্পরে দুই বাসযাত্রী, আটক ১

বরিশাল: বরিশালে বাসযাত্রীর টাকা নেওয়ার সময় শাহ আলম নামে মলম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে বাসযোগে বরিশালে আসছিলেন ঝালকাঠি পশু হাসপাতালের অফিস সহকারী বাবুল প্যাদা (৪০) ও অজ্ঞাত ২৮ বছরের এক যুবক।

বাসের মধ্যেই তারা মলম পার্টির খপ্পরে পড়েন। এসময় মলমপার্টির সদস্যরা ওই দুই যাত্রীর কাছে থাকা টাকাসহ সবকিছু নেওয়ার চেষ্টা করে।

বাসের অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে মলম পার্টির সদস্য শাহ আলমকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ রুপাতলী থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। অচেতন অবস্থায় ২ বাসযাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, অজ্ঞান হওয়া যাত্রীদের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাদের জ্ঞান ফেরার পর মামলার প্রস্তুতি নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।