ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
নাটোরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে ৮৬ বোতল ফেনসিডিলসহ তাফসিরুল ইসলাম হৃদয় (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে তাকে আটক করা হয়।

তাফসিরুল ইসলাম হৃদয় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াডায়িং গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিকেলে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি বাস তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিলসহ তাফসিরুলকে আটক করা হয়।

এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।