ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ইউপিডিএফের নাম ব্যবহার করে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংগঠনটি মাদক সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই সড়ক অবরোধ ঘোষণা করে।

সকালে অবরোধ চলাকালীন রামগড়ের যৌথ খামার এলাকায় এবং ‍গুইমারার বাইল্লাছড়ি এলাকায় তিনটি যাত্রীবাহী বাসের কাঁচ ভাঙচুর ও খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস এলাকায় অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ আহ্বানকারীরা। এসময় সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো।
 
১৫ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় ইউপিডিএফকে অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন অ্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে। একই সময় ইউপিডিএফ প্রসিত সমর্থিতরা জেলা সদরের স্বনির্ভর এলাকায় লাঠি মিছিল ও সমাবেশ করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে সড়ক অবরোধের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।