ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় ১৯টি কক‌টেল নি‌ষ্ক্রিয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আশু‌লিয়ায় ১৯টি কক‌টেল নি‌ষ্ক্রিয়

আশুলিয়া, সাভার: আশু‌লিয়ার বাসাইদ এলাকায় উদ্ধার হওয়া ১৯টি কক‌টেল নি‌ষ্ক্রিয় ক‌রে‌ছে বোমা নি‌ষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিস‌পোজাল টিম)।

বৃহস্প‌তিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক‌টেলগুলো নি‌ষ্ক্রিয় করা হয়।

এর আ‌গে, বি‌কেল পাঁচটায় সিআই‌ডির বোম্ব ডিস‌পোজাল ইউ‌নি‌টের প‌রিদর্শক শ‌ফিক উ‌দ্দি‌নের নেতৃ‌ত্বে এক‌টি দল ঘটনাস্থ‌লে আ‌সে।

‌আশুলিয়া থানার উপ-প‌রিদর্শক (এসআই) না‌হিদ হাসান বাংলানিউজকে জানান, ১৯টি কক‌টেল নি‌ষ্ক্রিয় করা হ‌য়ে‌ছে। ত‌বে কে বা কারা এখা‌নে কক‌টেলগুলো রে‌খে গে‌ছে তা জানা যায়‌নি।

**আশু‌লিয়ায় বোমা সদৃশ বস্তু

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।