ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম থেকে ‘অপহৃত’ শিক্ষিকা যশোরে উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
চট্টগ্রাম থেকে ‘অপহৃত’ শিক্ষিকা যশোরে উদ্ধার লোগো

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে রহস্যজনক অপহরণের শিকার এক স্কুলশিক্ষিকাকে যশোর থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  শিক্ষিকাকে উদ্ধারের পর তাকে অপহরণের অভিযোগে এক যুবককেও আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যশোরের কোতোয়ালী থানার মাইকপট্টি কেশবলাল রোডের হোটেল হাসান ইন্টারন্যাশনাল থেকে ওই শিক্ষিকাকে উদ্ধার করা হয়।   একই হোটেল থেকে যুবককেও আটক করা হয়।

  তবে যুবকের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

অপহরণের শিকার ওই নারী নগরীর হালিশহরে সিলভার বেলস কিন্ডার গার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুলের শিক্ষিকা।  

সূত্রমতে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আফরোজাকে ফুসলিয়ে যশোরে নিয়ে যায় ওই যুবক।  ওই যুবকের বুকিং দেওয়া হোটেলের চারতলায় ৪১২ ও ৪১৩ নম্বর কক্ষে ১৪ নভেম্বর দুজন আলাদাভাবে উঠেন।   আলাদা থাকায় হোটেলের কর্মকর্তা-কর্মচারিরা তাদের সন্দেহ করেননি।  তবে ওই যুবক শিক্ষিকার পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করে।

এদিকে শিক্ষিকার পরিবার তাকে উদ্ধারে নগর গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হয়।   পুলিশ প্রযুক্তির সহায়তায় শিক্ষিকার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার ওই হোটেলে অভিযান চালায়।   নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক এবং সহকারি কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন।

ভিকটিম ও যুবককে নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, ‘ভিকটিম যশোর থেকে উদ্ধার হয়েছে।  অভিযানে থাকা টিম চট্টগ্রামে পৌঁছালে বিস্তারিত জানা যাবে। ’

সূত্রমতে, ওই শিক্ষিকাকে ফুসলিয়ে যশোরে নিয়ে যাওয়া যুবককে মানবপাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।   শিক্ষিকাকে পাচারের উদ্দেশ্যে যশোরে রাখা হয়েছিল বলেও ধারণা তাদের।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।