ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সার্টিফিকেট না দেওয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
সার্টিফিকেট না দেওয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত

ব্রাহ্মণবাড়িয়া: চাহিদা অনুযায়ী দুইজনকে সার্টিফিকেট না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা ইসলামকে লাঞ্ছিত করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রধান শিক্ষক হাসিনা ইসলাম দুইজনের বিরুদ্ধে অাখাউড়া থানায় সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, দুপুরে পৌর এলাকার কলেজপাড়ার আব্দুস সাত্তারের ছেলে মো. সেলিম ও মো. শাহীন বিদ্যালয়ে আসেন।

তারা দুই ভাই ওই স্কুলে পড়াশোনা করেছেন জানিয়ে সার্টিফিকেট দাবি করেন। কিন্তু কবে পাস করেছেন তার তথ্য দিতে না পারায় প্রধান শিক্ষক সার্টিফিকেট দিতে অনীহা প্রকাশ করেন। এসময় সেলিম ও শাহীন প্রধান শিক্ষককে গালমন্দ করে তার ওপর চড়াও হন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে তারা চলে যান।  

অাখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।