ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
মুলাদীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বরিশাল: বরিশালের মুলাদীতে মাদক সেবনকালে পুলিশের হাতে আটক হওয়া ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়্

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শাহজালালকে ১ বছর এবং আবুল কালাম ও কনক পালোয়ানকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার এসআই আকবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে মুলাদী পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজালালের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তাদেরকে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। কোন মাদক উদ্ধার না হলেও চিহ্নিত মাদকসেবী হওয়ায় এবং সেবনের সকল আলামত পাওয়া যাওয়ায় তাদের আটক করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে ১ জনেক ১ বছর ও অপর ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।