ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় দেশি বন্দুক ও গুলিসহ একজন গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
পাবনায় দেশি বন্দুক ও গুলিসহ একজন গ্রেফতার

পাবনা: পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নের ঘোড়াদহ এলাকা থেকে র‌্যাব-১২ সিপিসি-২ এর বিশেষ অভিযানে মোঃ নাছিম খাঁ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে তার বসত বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

অস্ত্র ব্যবসায়ী নাছিম মৃত. নিজাম উদ্দিন খাঁর ছেলে।

র‌্যাব-১২ এর পাবনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন,  আমাদের গোয়েন্দা দল পাবনা জেলার সকল স্থানে পোশাকে এবং সাদা পোশাকে কর্মরত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা সন্ধ্যার দিকে নাছিমের বাসায় অভিযান পরিচালনা করি। এসময় তার কাছ থেকে একটি দেশি দোনালা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করি। সে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসা করে অাসছিলো। স্থানীয়দের ভয়-ভীতি প্রর্দশন করে আসছিলো।

এ বিষয়ে র‌্যাব-১২ পাবনা অফিস বাদী হয়ে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।