ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সালেহ আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয়।  

আটক সালেহ চাঁদপুর জেলার শাহরাজতি থানার খিলনওয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, সালেহ আহমেদ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে চাঁদপুর জেলায় বিক্রি করেন। চট্টগ্রাম থেকে এসে সাইনবোর্ড নেমে নারায়ণগঞ্জের উপর দিয়ে চাঁদপুর যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।