ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে ভটভটি থেকে পড়ে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
কালাইয়ে ভটভটি থেকে পড়ে কিশোর নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মাদারপুর এলাকায় নিজেদের শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির নিচে পড়ে জাকারিয়া হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া বগুড়ার কাহালু উপজেলার বিকেদারপুর ফকিরপাড়া গ্রামের হাফেজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালাই উপজেলার বেগুন গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় কাঠের খেলনা দোকান দেয় জাকারিয়ার পরিবার। মেলা শেষে সন্ধ্যায় নিজেদের ভটভটিতে করে বাড়ি ফিরছিল তারা। পথে ভটভটি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় জাকারিয়া। গুরুতর আহত অবস্থায় তাকেেউদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক মিঠুন সরকার তাকে মৃত ঘোষণা করেন।      

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।