ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বড়াইগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বাসের নিচে চাপা পড়ে ইকবাল হোসেন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা (৫৫) মো. আয়নাল হক।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার সময় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা।

 
 
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে তারা বাবা-ছেলে মোটরসাইকেলে করে গ্রামীণ সড়ক থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উঠেন। এসময় রাজশাহীগামী শিশির পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৪-২৫১০) একটি বাস তাদের পেছন দিক থেকে চাপা দেয়।
 
এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়ার আমেনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আয়নাল হক ওই হাসপাতালে চিকিৎসাধীন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।