ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রদল নেতার গ্রেফতারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ছাত্রদল নেতার গ্রেফতারের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ছাত্রদল নেতা মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

সিলেট: ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পথসভা করে।

 

নগরীর দরগাহ গেট থেকে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টুর নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে পথসভা করে।  

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রুজেল আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনজ দেব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, মনোয়ার হোসেন খলিল প্রমুখ। এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেন।  

একই ইস্যুতে সন্ধ্যায় আরেকটি মিছিল বের করে সিলেট জেলা ছাত্রদল। মিছিলটি দক্ষিণ সুরমায় কীনব্রিজের মোড় থেকে শুরু হয়ে বাবনা পয়েন্টে গিয়ে পথসভা করে।  

সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শাহ টিপু সুলতানের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন-জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ বিপ্লব, জুনেদ আহমদ, আল আমিন, আল আমীন প্রমুখ।  

এছাড়া সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয় আম্বরখানা পয়েন্ট থেকে। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেলের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাকেব সহ-সাংগঠনিক সম্পাদক কায়সান মাহমুদ সুমনের পরিচালনায় বক্তব্য দেন-যুবদল নেতা এনামুল হক সুহেল, মেহেদী হাসান সপু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল প্রমুখ।  

পৃথক পথসভায় বক্তারা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম-উল-হাসান মিন্টুকে অন্যায়ভাবে গ্রেফতার করে ছাত্রদলকে বিক্ষুব্ধ করে তুলেছে সরকার। অবিলম্বে আকরাম-উল-হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে ছাত্রদল নেতাকে মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।