ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
মতিঝিলে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশন্যাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আটক মাদক বিক্রেতারা হলেন- মো. জহিরুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম (২৩), মো. সেলিম সরকার (৪৬) ও জব্দ করা ট্রাকের চালক মো. আকবর শেখ (৪৮)।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, ওই চারজন এতোদিন কক্সবাজার ও চট্টগ্রাম থেকে নিয়মিত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ট্রাকে করে রাজধানীর মোহাম্মাদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।