ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এক্সেলসিয়র সিলেট দেখে মুগ্ধ ইকবাল সোবহান চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এক্সেলসিয়র সিলেট দেখে মুগ্ধ ইকবাল সোবহান চৌধুরী ইকবাল সোবহান চৌধুরীকে ফুল দিয়ে এক্সেলসিয়র সিলেটে স্বাগত জানানো হচ্ছে।

ঢাকা: এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভারের সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তিনি এই রিসোর্ট পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, এইচ এফ টি গ্রুপের চেয়ারম্যান মো. আল আমিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ, মিজান এগ্রোবেজড ইন্ডাস্ট্রির সত্ত্বাধিকারী মাহবুব হোসাইন মিলন প্রমুখ।

তাদের স্বাগত জানান এইচ এফ টি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও এক্সেলসিয়র সিলেটের প্রধান নির্বাহী আবু ফয়সল জনি, ম্যানেজিং ডাইরেক্টর সাঈদ চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপটেন নজরুল ইসলাম, জিএম হুমায়ুন কবির চৌধুরী, নন্দন পার্কের চেয়ারম্যান সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ আহমদ, কামরান আহমদ প্রমুখ।

এ রিসোর্টের সৌন্দর্যে মুগ্ধ ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের পর্যটন শিল্পে ব্যাপক সম্ভাবনা তুলে ধরে বলেন, নতুন ব্যবস্থাপনায় রিসোর্টটি সময়ের চাহিদা পূরণে সক্ষম হবে।

ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম পর্যটন খাতের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে বলেন, আমি আশা করি, বিশ্বমানের সুযোগ-সুবিধা ও সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে এক্সেলসিয়র বাংলাদেশের পর্যটন শিল্পে সৃষ্টি করবে নতুন মাত্রা।

এক্সেলসিয়রের সামগ্রীক পরিকল্পনা তুলে ধরে সাঈদ চৌধুরী এসময় জানান, প্রায় ৬০ কেদার তথা ১৭ একর জায়গা জুড়ে হাজার হাজার বৃক্ষরাজি শোভিত এক্সেলসিয়র সিলেটে রয়েছে দু’টি হোটেল ভবন, একটি অভ্যর্থনা ও প্রশাসনিক ভবন, একটি অডিটোরিয়াম, একটি সেমিনার হল, একটি বিজনেস লাউঞ্জ ও দু’টি রেস্টুরেন্ট। হরিণ, ঘোড়া, বানর ও বিভিন্ন জাতের পাখির কলকাকলিতে মুখরিত ছায়াঘেরা পরিবেশে কর্পোরেট ইভেন্ট, হলিডে কিংবা পারিবারিক উৎসবের জন্য এক্সেলসিয়র সিলেট এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এখানে রয়েছে শিশুপার্ক, অডিটোরিয়াম, মিনি চিড়িয়াখানাসহ খেলাধুলা, শরীর চর্চা ও বিনোদনের চমৎকার পরিবেশ। বিয়ে-জন্মদিনসহ সামাজিক অনুষ্ঠানেরও অনন্য সুযোগ রয়েছে এখানে। এক্সেলসিয়র সিলেটের আভিজাত রেস্টুরেন্টে আছে বাংলাদেশি, ইন্ডিয়ান, চায়নিজ, থাইসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের মজাদার খাবার। বাংলাদেশের প্রথম ইকোপার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট এক্সেলসিয়র সিলেটকে ফাইভস্টারে পরণিত করা হবে শিগগিরই। নিরাপদ আবাসন ও বিনোদনের আকর্ষণীয় স্থান হিসেবে নতুন আঙ্গিকে ও বিভিন্ন আয়োজনে সাজানো হচ্ছে।

এক্সেলসিয়র সিলেট শুরু হচ্ছে হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল

১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলেট শহরতলী খাদিমপাড়ায় এক্সেলসিয়র সিলেটে (জাকারিয়া সিটি) শুরু হচ্ছে ‘হাইক ফ্যাশন ও ফুড কার্নিভাল’। এতে থাকছে নারী-পুরুষের নান্দনিক পোশাকসহ দেশি-বিদেশি ডিজাইনারদের এক্সক্লুসিভ ড্রেস। সব পণ্যে থাকবে ৫০% ছাড়। মাসব্যাপী আয়োজনে আরো থাকছে দেশ সেরা মডেল দ্বারা পরিচালিত ‘হাইক ফ্যাশন শো’।  

জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন বাংলার মাইকেল জ্যাকসনসহ দেশের জনপ্রিয় সংগীত শিল্পীরা। আরো থাকছে প্রাকৃতিক পরিবেশে মায়াবী হরিণ, ঘোড়ায় চড়া, বানর নাচ আর টিয়া পাখির ভাগ্য গণনা। শিশুদের আনন্দ বাড়িয়ে দিতে থাকছে প্যাডেল বোট, বাম্পার কার, নাগরদোলাসহ বিভিন্ন রাইড। শীতের আমেজকে আরো বাড়িয়ে দিতে থাকছে হরেক রকম মজাদার খাবার, পিঠা-পায়েস আর নানা রকম ফিউশন ফুড।  

বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।