ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর শ্লীলতাহানী, অতঃপর ফেসবুকে ছবি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
স্কুলছাত্রীর শ্লীলতাহানী, অতঃপর ফেসবুকে ছবি, গ্রেফতার ২

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৩) শ্লীলতাহানী করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বানারীপাড়া উপজেলার মালিকান্দা গ্রামের বারেক খানের ছেলে শাহিন খান ও তার সহযোগী রতন বৈরাগী।

বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা শাহিন ও রতনসহ পাঁচজনকে আসামি করে বুধবার রাতে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে শুক্রবার (১৭ নভেম্বর) মালিকান্দা গ্রাম থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রতনকে।  

মামলা সূত্রে জানা গেছে, মেয়েটি সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহিন খান তার শ্লীলতাহানী করেন। এ সময় তার সহযোগীরা ওই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তারা।  

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।