ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে দিনমজুরকে গলা কেটে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
মণিরামপুরে দিনমজুরকে গলা কেটে হত্যা

যশোর: যশোরের মণিরামপুরে আকবর আলী (৫৫) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকবর আলী কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।

খেদাপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুদ্দিন এ তথ্য বাংলানিউজকে জানান।

তিনি জানান, পেশায় দিনমজুর আকবর আলী নিজ বসতবাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ কর্মকর্তা আইনুদ্দিন আরও জানান, নিহত আকবার এলাকায় নিরীহ মানুষ হিসেবে পরিচিত, তিনি কোনো রাজনৈতিক দলাদলিতেও ছিলেন না। তবে এ ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।