ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

ঢাকা: ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। 

ওইদিন দুপুর ২টা থেকে  বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ মানুষ।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ঢাকা সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা জেটির নৌ ইউনিট, চট্টগ্রামের নিউমুরিংয়ের নেভাল জেটি,  খুলনা লেভাল বার্থ / রকেট ঘাট মোংলা বন্দরের দিগরাজ নেভাল বার্থ/মংলা বন্দর, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাঁট সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।