ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছের আড়তের ব্যবস্থাপক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আশরাফুল নামে পিকআপভ্যানের এক চালক।

শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত রাত তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, রাতে মাছভর্তি একটি পিকআপভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এসময় ডাকাতরা রুফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে বেদম মারধর করে পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।

ওসি আরো জানান, ইতোমধ্যে মাছসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।