ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াইলে ২ পাট গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
তাড়াইলে ২ পাট গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল বাজারে আগুন লেগে দু’টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (১৮ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে চারটার দিকে তাড়াইল বাজারের নিরঞ্জন সরকার ও নিখিল পালের ব্যক্তি মালিকানাধীন দু’টি পাটের গুদামে আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে তাড়াইল, কিশোরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

একটি গুদামের মালিক নিরঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, তার গুদামে দুই হাজার একশ’ মণ পাট ছিল।

অপর গুদামের মালিক নিখিল পাল বাংলানিউজকে বলেন, তার গুদামে এক হাজার ১৫০ মণ পাট ও ৫০ বস্তা বাদাম ছিল। আগুনে তার সবই পুড়ে গেছে।


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া বাংলানিউজকে জানান, একটি থেকে অন্য গুদামের দূরত্ব প্রায় আড়াইশ' গজ হবে। একই সময়ে দু’টি গুদামে আগুন লাগা রহস্যজনক।

তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।