ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাচোলে ট্রাকচাপায় আহত পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নাচোলে ট্রাকচাপায় আহত পথচারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের চাপায় শ্রী সুফল কর্মকার (৫৪) নামে আহত এক পথচারীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার নেজামপুর ইউপির কেন্দুয়া গ্রামের মৃত কানায় কর্মকারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নেজামপুর মোড়ে শ্রী সুফল কর্মকার রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় আমনুরাগামী মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।