ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাত্তনা টাকা আদায়ের জের ধরে  দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুর রব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।

শনিবার (১৮ নভেম্বর)  সকাল ১১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের উওরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রব ওই গ্রামের মৃত সাহাবউদ্দিনের ছেলে।

তাৎক্ষণিকভাবে ‍আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাত্তনা টাকা ‍আদায়কে কেন্দ্র করে ওই গ্রামের মৃত আব্দুল হানিফের গোষ্ঠী ও জুনু মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। সকালে মিমাংসার জন্য বৈঠকে বসলে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপযার্য়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আব্দুর রব নামে একজন নিহত হয়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নাজির আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।