ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

বান্দরবান: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মো. সাখাওয়াত হোসেন (৩৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা ও পানি সংরক্ষণ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাখাওয়াতের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

তিনি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লোহাগাড়া থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন সাখাওয়াত। পথে মৃত্তিকা ও পানি সংরক্ষণ অফিস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে ‍যান।

সদর হাসপাতালের চিকিৎসক মো. আলমগীর বাংলানিউজকে জানান, প্রচণ্ড আঘাতে ওই শিক্ষকের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।