ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
শ্রীনগরে ইয়াবাসহ যুবক আটক শ্রীনগরে ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১০৭ পিস ইয়াবাসহ মো. সবুজ সরদার (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালাশুর (বউ বাজার) এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সবুজ ওই এলাকার মৃত শামছুল হক সরদারের ছেলে।

 

পরে দুপুর ২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে বলেন, ১০৭ পিস ইয়াবাসহ সবুজকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ৩২ হাজার ১০০ টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।