ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে গুণীজন সম্মাননা ও শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
লৌহজংয়ে গুণীজন সম্মাননা ও শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ ও গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।  

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবীর ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেলীন।

লৌহজং উপজেলা ভিত্তিক এ পুরস্কার বিতরণ করা হয়। এসময় রত্নগর্ভা মোছা. সামসুন্নাহার, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মোশারফ মনোয়ারা মাহবুব আলম এবং মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সমাজসেবক মো. ইদ্রিস আলী শেখ, শ্রেষ্ঠ মাতা সাহেদা বেগম ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়কেও সম্মাননা দেওয়া হয়। এসময় উপজেলার ১৮৬ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।